top of page

সোমবার জেলায় নতুন আক্রান্ত একজন

প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত। পেছনে ফেলে এসেছে জার্মানি ও ফ্রান্সকে। এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে ইতালি এবং পঞ্চম স্থানে ব্রিটেন। এই পরিস্থিতিতে সোমবার শুরু হয়েছে আনলক ওয়ান। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় কি আক্রান্তের হার আরও বাড়বে, দুশ্চিন্তায় রয়েছেন সকলে।


গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও একজন। রাজ্য সরকারের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩।



রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৯০০টি নমুনার পরীক্ষায় সাতজনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। একটি মালদা জেলার, আর ছয়টি উত্তর দিনাজপুরের। আরও ১৯২টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷


মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে মালদা জেলার ১৮৩টি লালারসের নমুনা আসে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে এদিন আর কোনও নমুনা মালদায় আসে নি। মেডিকেল কলেজের পরীক্ষাগারে ‘ব্যাকলগ’-এর সংখ্যা এদিন ৫৩৭টি। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন অবধি ১৭,০৫০টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page