top of page

ভোটের আগে পাইপগান সহ গ্রেফতার এক

ভোটের আগে ফের মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। গতকাল রাতে মোথাবাড়ি এলাকা থেকে পাইপগান ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানা এলাকার রবিরাম টোলা থেকে পাইপগান ও কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম মেঘু শেখ ওরফে মেহবুব। মেঘু মোথাবাড়ির বাঙ্গিটোলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে মেঘু অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই ঘটনায় হেজাব শেখ নামে আরও ব্যক্তি জড়িত রয়েছে।



মোথাবাড়ির থানার পুলিশ জানিয়েছে, হেজাবের খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page