নারী দিবস উপলক্ষ্যে স্পেশাল ট্রেন চালালেন মহিলারা
আন্তর্জাতিক নারী দিবসে মহিলা কর্মচারীদের প্রতি সম্মান ও উৎসাহ প্রদান করল পূর্ব রেলের মালদা মণ্ডল। নারী দিবসে মালদা স্টেশনের বিভিন্ন দায়িত্ব মহিলা কর্মচারীদের দেওয়া হয়। মহিলারা রেলওয়ে স্টেশন মাস্টার পদে, টিকিট বুকিং ক্লার্ক, নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে, টিকিট চেকিং এমনকি চালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মালদা টাউন স্টেশন থেকে নবদ্বীপ ধামগামী ট্রেনটির সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব নেন মহিলা কর্মচারীরা। আজ বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে ট্রেনটি রওয়ানা দেয়। ট্রেনের মূল চালক ছিলেন পিয়ালী রায় ও সহকারি চালক ছিলেন স্নেহা কুমারী। গার্ডের দায়িত্ব পালন করেছেন সঙ্গীতা ব্রহ্ম। ডিআরএম যতীন্দ্র কুমার জানান, মালদা ডিভিশনের বিভিন্ন ক্ষেত্রে মহিলা কর্মচারীরা দক্ষতার সঙ্গে তাঁদের কর্তব্য পালন করে আসছেন। আজ এই ট্রেনে বারো জন মহিলা কর্মচারী বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments