top of page

মালদায় তৃণমূলে দ্রোহকাল। অম্লানের ইস্তফা, অপেক্ষায় কারা!

সাংবাদিক বৈঠক ডেকে দলত্যাগ করলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদু়ড়ি৷ দলের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ জানিয়ে রাজ্য সরকারের সমস্ত পদ থেকে ইস্তফাও দেন অম্লান ভাদুড়ি৷ প্রার্থী না হওয়ার ক্ষোভ সরাসরি তাঁর মুখে না এলেও তাঁর ইঙ্গিত থেকে তা স্পষ্ট বোঝা গিয়েছে৷ বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করলেও জল্পনা জিইয়ে রেখেছেন তিনি৷



অম্লানবাবু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জেলা তৃণমূলে যে পরিমাণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে মানুষের কাজ করা যাচ্ছে না৷ মানুষের কাজই যখন করা যাবে না, তখন পার্টিতে থেকে লাভ নেই৷ আজ আমি আমার পদত্যাগপত্র পাঠিয়েছি৷ চাঁচল মহকুমা আদালতের পাবলিক প্রসিকিউটরের পদ, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছি৷




অম্লানবাবু আরও বলেন, বিজেপির সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি৷ তবে প্রার্থী না করার জন্য আমি দলত্যাগ করিনি৷ জেলায় চারটি বিধানসভার কো-অর্ডিনেটর হিসাবে আমার দায়িত্ব ছিল৷ সেই হিসেবেই বৈষ্ণবনগর এলাকার মানুষ ওই আসনে আমাকে প্রার্থী করে ওই আসন পুনরুদ্ধার করতে চেয়েছিল৷ মানুষের চাহিদা অনুযায়ী তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি৷ আমার মনে হয় দলের বড়ো একটা অংশ বিজেপিতে চলে যাবে৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page