বৃদ্ধকে খুন করে লুঠপাটের অভিযোগ, চাঞ্চল্য পুরাতন মালদায়
বৃদ্ধকে খুন করে লুঠপাট চালানোর অভিযোগ পুরাতন মালদায়। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি আদর্শপল্লি এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
মৃত বৃদ্ধের নাম গুণমণি শীল (৭০)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মৃত বৃদ্ধের ছেলে পার্থসারথি শীল বাইরে থেকে বাড়ি ফিরে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় গোপন জায়গা থেকে চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন। ঘরে ঢুকতেই তিনি দেখেন প্রতিটি ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারি-শোকেস সব ভাঙা। একটি ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর বাবা। এরপরেই তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। ছুটে আসেন ডেপুটি পুলিশসুপার আজহারউদ্দীন খানও। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ নামকরা হোটেল মালিকের বাড়িতে কলকাতা পুলিশের হানা ]
এদিকে, জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুরসভা এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments