গোষ্ঠী কোন্দলে অনাস্থা পুরাতন মালদা পুরসভাতেও
top of page

গোষ্ঠী কোন্দলে অনাস্থা পুরাতন মালদা পুরসভাতেও

ইংরেজবাজারের পর এবার তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেও অনাস্থা আনলেন ১৪ জন দলীয় কাউন্সিলর৷ এই ঘটনায় জেলা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আরও একবার সামনে এল৷ যদিও জেলা তৃণমূল সভানেত্রী দাবি করেছেন, দ্রুত দুই পুরসভার সমস্যাই মিটে যাবে৷



২০ ওয়ার্ডবিশিষ্ট পুরাতন মালদা পুরসভায় এই মুহূর্তে ১৯ জন কাউন্সিলরই শাসকদলের৷ বাকি একজন কাউন্সিলর সিপিএমের৷ চেয়ারম্যান কার্তিক ঘোষ৷ বেশ কিছুদিন ধরেই কার্তিকবাবুর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হচ্ছিলেন বেশ কয়েকজন দলীয় কাউন্সিলর৷ এনিয়ে তাঁর বিরুদ্ধে একজোট হতে শুরু করেছিলেন দলীয় কাউন্সিলররাই৷ শেষ পর্যন্ত আজ পুরসভার ৫ কাউন্সিলর জেলাশাসক ও সদর মহকুমাশাসকের কাছে কার্তিকবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন৷



এপ্রসঙ্গে অনাস্থা প্রস্তাব পেশ করা কাউন্সিলররা জানান, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান একক সিদ্ধান্তে কাজ করেন৷ বাকি কাউন্সিলরদের কোনো গুরুত্ব দেন না৷ দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে৷ দলীয় নেতৃত্বকে সেকথা বারবার জানিয়েও কাজ হচ্ছিল না৷ তাই তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন৷ তবে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত কিনা তা তাঁরা বলতে পারবেন না৷ তাঁদের একটাই কথা৷ উন্নয়নের জন্য তাঁরা সবাই এসেছেন৷ তাঁরা সবাইকে নিয়ে কাজ করতে চান৷ অথচ চেয়ারম্যান বোর্ড অফ কাউন্সিলর্সের বৈঠক নিয়মিত ডাকেন না৷ চেয়ারম্যানের কাজকর্মে ক্ষুব্ধ হয়ে এলাকার লোক এখন দলের পাশ থেকে সরে অন্যদিকে চলে যাচ্ছে৷ এলাকার লোকজনও দাবি তুলছে, এই চেয়ারম্যানকে পরিবর্তন করতে হবে৷ তাই আজ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আনা হয়েছে৷


এপ্রসঙ্গে জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর বলেছেন, কিছুক্ষণ আগেই তিনি বিষয়টি জানতে পেরেছেন৷ আজ ইংরেজবাজার পুরসভার দলীয় সব কাউন্সিলরদের সঙ্গে কথা বলে এখানকার সমস্যা তাঁরা বুঝতে পেরেছেন৷ একইভাবে পুরাতন মালদা পুরসভার সমস্যা নিয়েও তাঁরা আলোচনায় বসবেন৷ সেখানকার কাউন্সিলরদের নিয়ে আলোচনা করবেন৷ প্রতিটি ক্ষেত্রেই দল সিদ্ধান্ত নেবে৷ সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে৷


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page