গোয়েন্দার জালে জালনোট কারবারের ‘ওয়ান্টেড’ পাণ্ডা
top of page

গোয়েন্দার জালে জালনোট কারবারের ‘ওয়ান্টেড’ পাণ্ডা

এনআইএ-এর জালে এক জালনোট কারবারের এক পাণ্ডা। শুক্রবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদ নিয়ে যাওয়ার জন্য মালদা জেলা আদালতে পেশ করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি।


ধৃত পাণ্ডার নাম এনামূল হক (৪৬)। বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার মোহনপুর এলাকায় তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে এনআইএ-র গোয়েন্দারা। কয়েক বছর ধরেই ওয়ান্টেড ছিল জালনোট কারবারের এই পাণ্ডা। তার জন্য ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। এনআইএ সূত্রে জানা গিয়েছে, এনামূল দীর্ঘদিন ধরেই জালনোট কারবারে জড়িত৷ তার সঙ্গে বাংলাদেশের একাধিক জালনোট কারবারির যোগ রয়েছে৷ গত বছর হায়দরাবাদে চার জালনোট কারবারিকে গ্রেফতার করা হয়৷ তাদের জেরা করেই এনামূলের নাম সামনে উঠে আসে৷ কিন্তু বেশিরভাগ সময় বাংলাদেশে থাকায় তাকে ধরা যাচ্ছিল না৷ বিএসএফ-এর সাহায্যে গতকাল রাতে বাড়িতে হানা দিয়ে এনামূলকে গ্রেফতার করে এনআইএ। ধৃতকে আজ ট্রানজিট রিমান্ডের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page