Search
সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ গাজোলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 18, 2020
- 1 min read
সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোলের করলাভিটা সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই করলাভিটা এলাকায় বেহাল হয়ে রয়েছে মালদা-বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক। ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এলাকায়। দিনের পর দিন বেড়ে চলছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। অথচ রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। বাধ্য হয়ে সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসীরা। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ছুটে আসেন ব্লক আধিকারিকরাও। অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যেই ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
[ আরও খবরঃ বৃদ্ধ বাবাকে মারধর, ছেলের বিরুদ্ধে অভিযোগ থানায় ]
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments