রাস্তা থেকে কান্নার আওয়াজ, শিশু দিবসেই উদ্ধার সদ্যোজাত
শিশু দিবসের রাতেই রাস্তার ধার থেকে মিলল সদ্যোজাত শিশু৷ এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামে৷ আজ ওই সদ্যোজাত পুত্রসন্তানকে জেলা চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে রতুয়া থানার পুলিশ৷
রতুয়া থানার পুলিশ জানাচ্ছে, গতকাল রাত আটটা নাগাদ খবর আসে, রাজনগর গ্রামে একটি বাড়ির সামনে রাস্তার ধারে কেউ বা কারা এক সদ্যোজাতকে ফেলে গিয়েছে৷ সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান থানার পুলিশকর্মীরা৷ দেখা যায়, চার থেকে পাঁচদিনের একটি বাচ্চা সেখানে পড়ে রয়েছে৷ বাচ্চাটি পুত্রসন্তান৷ ফেলে দেওয়ায় তার মুখের একাংশে খানিকটা চোট লেগেছে৷ রক্তও ঝরছে৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে৷ আজ তাকে জেলা সিডাব্লিউসির হাতে তুলে দেওয়া হয়েছে৷
রতুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তথা ব্লক স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান জানান, রাস্তার ধারে ফেলে দেওয়ার জন্য বাচ্চাটার শরীরে কিছুটা আঘাত ছিল৷ চোখও ফুলে গিয়েছিল৷ তবে সে সম্পূর্ণ সুস্থ৷ বাচ্চাটিকে রাতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে সে মাতৃদুগ্ধ পাবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント