প্রেমে আপত্তির জেরে মারধর, আত্মঘাতী দশম শ্রেণির পড়ুয়া
দশম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ইংরেজবাজারে। প্রেমঘটিত কারণেই ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মৃত ছাত্রের নাম ঘনশ্যাম ঘোষ। বাড়ি ইংরেজবাজারের রামকেলি এলাকায়। ঘনশ্যাম গৌড়ীয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর ধরে স্থানীয় একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ঘনশ্যামের। অভিযোগ, মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে ঘনশ্যামকে একাধিকবার মারধর করে। এমনকি পরিবারের লোকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এনিয়ে এলাকায় সালিশি সভাও বসেছিল। গতকাল রাতেও ঘনশ্যামকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। আজ সকালে শোওয়ার ঘর থেকে ঘনশ্যামের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
ঘনশ্যামের পরিবারের অভিযোগ, বারবার মারধর করার কারণে অবসাদে আত্মহত্যা করেছে ঘনশ্যাম। এনিয়ে এখনও পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ সিসি ক্যামেরার ধরা পড়ল চুরি, চাঞ্চল্য ইংরেজবাজারে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments