তৃণমূলের যুব কংগ্রেসের নতুন সভাপতি প্রসেনজিৎ
করোনা আবহের মধ্যেই রদবদল হল জেলা তৃণমূলে৷ তৃণমূল কংগ্রেসের মালদা জেলা যুব সভাপতি হলেন প্রসেনজিৎ দাস৷ এতদিন পর্যন্ত জেলা যুব তৃণমূলের সভাপতির পদে ছিলেন অম্লান ভাদুড়ি৷ আজ দুপুরে রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জি এই নির্দেশিকা জারি করেন৷
উল্লেখ্য, ছাত্র রাজনীতি দিয়ে পথ চলা শুরু প্রসেনজিতবাবুর৷ দীর্ঘদিন তিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির দায়িত্বভার সামলেছেন৷ পরে পুরসভা নির্বাচনে জয়ী হয়ে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পান৷ গত লোকসভা নির্বাচনের তৃণমূলের হয়ে অনেক কাজ করেছেন তিনি৷ আজ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বেশ কিছু পদের রদবদল করা হয়৷ সেখানে মালদার নতুন যুব তৃণমূল সভাপতি নাম হিসেবে প্রসেনজিৎ দাসের নাম ঘোষণা করেন তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জি৷
[ আরও খবরঃ ১২৫ বেডের কোভিড ওয়ার্ড চালু হল মেডিকেল কলেজে ]
নতুন পদ পেয়ে প্রসেনজিতবাবু বলেন, রাজনৈতিক জীবন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করে চলেছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শকে মান্যতা দিয়ে তিনি রাজনীতি করছেন৷ দল তার প্রতি ভরসা রেখেছে বলেই আজকে তাকে জেলার যুব সভাপতির দায়িত্ব দিয়েছে৷ আগামী দিনেও তিনি দলের কথা মতো কাজ করবেন৷
টপিকঃ #যুবতৃণমূল
Comments