top of page

রাস্তা পাকা করার দাবিতে জাতীয় সড়ক অবরুদ্ধ

পাকা রাস্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বর্ষার জমা জলে রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এনিয়ে একাধিকবার প্রশাসন ও পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মানুষজন। কিন্তু কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে আজ বেলা তিনটা নাগাদ নারায়ণপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার আইসি হীরক বিশ্বাস ও পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত বেহাল রাস্তার সংস্কার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কথাও জানান অবরোধকারীরা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page