top of page

ডেঙ্গু রোধে পুরাতন মালদায় ছড়ানো হল ব্লিচিং পাউডার

Updated: Aug 11, 2020

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস পালন করল পুরাতন মালদা পুরসভা। পাশাপাশি জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে এদিন শহরের বিভিন্ন রাস্তা পরিষ্কার করে ব্লিচিং ছড়ায় সাফাই কর্মীরা।



শনিবার পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে সুসজ্জিত একটি ট্যাবলোর সূচনা করা হয়। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ আনুষ্ঠানিকভাবে এই ট্যাবলোর শুভ সূচনা করেন। কার্তিকবাবু জানান, মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ অনুযায়ী আজ ডেঙ্গু প্রতিরোধ দিবস উদযাপন করা হচ্ছে। মশা বাহিত এই রোগ প্রতিরোধে সচেতনতামূলক এই ট্যাবলো আগামী ডিসেম্বর মাস পর্যন্ত পুরাতন মালদা পুরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে সচেতন করবেন পুর এলাকার বাসিন্দাদের। সামাজিক দূরত্ব এবং অন্যান্য সচেতনতা মেনে আজকে দিনটি পালন করা হয়।




টপিকঃ #ডেঙ্গু

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page