করোনা চিকিৎসায় চারটি টিম, বাধ্যতামূলক কোয়রান্টিনে এখন প্রথমরা
top of page

করোনা চিকিৎসায় চারটি টিম, বাধ্যতামূলক কোয়রান্টিনে এখন প্রথমরা

করোনা আক্রান্তদের চিকিৎসা পরিসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানদের জন্য মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসে কোয়রান্টিন সেন্টার করা হয়েছে। সাতদিনের পরিষেবা দেওয়ার পর প্রথম টিমকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আপাতত সেখানে দুইজন চিকিৎসক, পাঁচজন নার্স ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।


করোনা আক্রান্তদের পুরাতন মালদার করোনা হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চারটি টিম তৈরি করা হয়েছে৷ প্রতিটি টিম সাতদিন করে চিকিৎসা পরিষেবা দেবে। পরিষেবা দেওয়ার পর তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়রান্টিনে পাঠানো হবে৷ দ্বিতীয় টিম সেই সময় চিকিৎসার দায়িত্ব নেবে৷ মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসে কোয়রান্টিন সেন্টার করা হয়েছে। সেখানে দু’জন চিকিৎসক, পাঁচজন নার্স সহ লালারস সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী, লালারস পরীক্ষায় যুক্ত টেকনিশিয়ানরাও রয়েছেন৷ ৪২ জন স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আবাসে থাকা চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের দেখাশোনার জন্য একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে৷ তাঁর অধীনে রয়েছেন ২০ জন বিভিন্ন দফতরের কর্মী৷


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে৷ মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়রান্টিন সেন্টার করা হয়েছে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বলেন, করোনা চিকিৎসায় যুক্ত প্রথম টিমের সদস্যরা আপাতত কোয়রান্টিনে রয়েছেন৷ প্রতিটি টিম সাতদিন কাজ করার পর ১৪ দিনের কোয়রান্টিনে থাকবে৷



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page