top of page

মাস্ক না পরলে ১০০ টাকা জরিমানা, প্লাস্টিক ব্যবহারে ৫০০

মুখে মাস্ক ছাড়া বেরোনো যাবে না মালদা শহরে। বেরোলেই জরিমানা দিতে হবে ১০০ টাকা। প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রেও ৫০০ টাকা জরিমানা করবে ইংরেজবাজার পুরসভা। আজ সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। সকালে কমপক্ষে ১০ জনকে মাস্ক ছাড়া শহরের রাস্তায় বেরোনোয় ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।



আজ সকাল থেকে ইংরেজবাজার পুরসভার কর্মীরা মালদা শহরের অতুলচন্দ্র মার্কেট, ফোয়ারা মোড়, চিত্তরঞ্জন মার্কেট সহ বিভিন্ন এলাকায় হানা দেয়। ওই সমস্ত এলাকায় মাস্ক ছাড়া ঘুরতে থাকা নাগরিকদের ধরে জরিমানা করা হয়। পাশাপাশি প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ও রাস্তা জবরদখল করে ব্যবসায় নিষেধাজ্ঞার বিষয়েও জানানো হয়। আগামী দিনেও এই অভিযান চলবে বলে পুর প্রশাসন সূত্রে জানা গিয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page