মেডিকেল কলেজের চিকিৎসকের পদ থেকে ইস্তফা মোয়াজ্জেমের
দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন সাহেব আজ সকালে মালদা জেলাশাসক ও জেলা সমাহর্তা অফিসে যান। সেখানে তাঁর দুটি সরকারি পদ, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়োগ কমিটির চেয়ারম্যান ও মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পদ থেকে পদত্যাগ করেন। কলকাতায় আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বৃহস্পতিবার সকালে তিনি মালদায় আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পেরে তিনি আশাবাদী। তিনি জানিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জনগণ যেভাবে কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীকে ভোট দিয়েছেন তাতে তিনি আশা রাখেন লোকসভা ভোটেও তারা পাশে থাকবেন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও তাঁর বিশ্বাস এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি জয়ী হবেন।
যেভাবে কংগ্রেস ও বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীকে ভোট দিয়েছেন তাতে তিনি আশা রাখেন লোকসভা ভোটেও তারা পাশে থাকবেন
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments