অতিরিক্ত নিরাপত্তারক্ষী মালদা মেডিকেলে, বসল নতুন সিসিটিভিও
top of page

অতিরিক্ত নিরাপত্তারক্ষী মালদা মেডিকেলে, বসল নতুন সিসিটিভিও

অবশেষে পুরোনো ছন্দে দেখা গেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালকে। গতকাল এনআরএস ইশ্যুতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আজ থেকে পুনরায় কাজে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের আউটডোরও আজ ছিল খোলা৷তবে হাসপাতাল চত্বরে আজ অন্যান্য দিনের থেকে অনেক বেশি নিরাপত্তা চোখে পড়েছে।


মালদা মেডিকেলের এমএসভিপি অমিত দাঁ জানান, জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনার পর আপাতত হাসপাতালে ১০ জন বন্দুকধারী পুলিশ দেওয়া হয়েছে৷ হাসপাতালে একটি পুলিশ ফাঁড়িও করা হয়েছে৷ বর্তমানে এই হাসপাতালে ৫৯ জন নিরাপত্তাকর্মী রয়েছেন৷ আরও ৫৯ জন নিরাপত্তাকর্মীর জন্য স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছে৷ স্বাস্থ্য দপ্তর থেকে সেই অনুমতিও এসেছে৷ খুব শীঘ্রই অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন হয়ে যাবে৷হাসপাতাল চত্বরে নতুন ২৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বর্তমানে মোট ৯২টি সিসি ক্যামেরা গোটা হাসপাতালে নজরদারি চালাচ্ছে।



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page