top of page

রাতের অন্ধকারে টাকা গয়না ছিনিয়ে গেল দুষ্কৃতীরা

এক যুবককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের চামাগ্রাম এলাকায়।



আক্রান্ত যুবকের নাম সাহাবুল শেখ (২৪)। বাড়ি কালিয়াচকের চামাগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ি ফেরার পথে সাহাবুলকে আক্রমণ করে তিন-চারজন দুষ্কৃতী। লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে সাহাবুল এর সঙ্গে থাকা স্মার্ট ফোন, নগদ ৯০০ টাকা ও তিন ভরি চাঁদির মালা নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা সাহাবুলকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page