top of page

স্কুলে শ্লীলতাহানি! হইচই শহর জুড়ে

গতকালের ঘটনার প্রভাব পড়ল স্কুলের পঠনপাঠনে। অন্যান্য দিনের তুলনায় আজ স্কুলে পড়ুয়ার সংখ্যা যথেষ্ট কম ছিল। গতকালের ঘটনার পরে আতঙ্কে স্কুলে আসতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা, এমনই অভিযোগ অভিভাবকদের। গোটা ঘটনার প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে রাস্তায় মিছিল করলেন বিজেপির জেলানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি। শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিক প্রেক্ষাপটে জুড়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।




উল্লেখ্য, গতকাল মালদা শহরের বালুচরের হিন্দি স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের সঙ্গে কাঁদানে গ্যাসের সেলও ফাটায় পুলিশ। রাতে ওই দুই শিক্ষকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে প্রভাব পড়ে স্কুলের পঠনপাঠনে। স্কুলে শিক্ষক-শিক্ষিকা এলেও ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা। এদিকে, গতকালের ঘটনার প্রতিবাদে স্কুলের পড়ুয়াদের নিয়ে শহরের রাজপথে মিছিল করেন বিজেপির জেলা নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি। শ্রীরূপা দেবীর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page