ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল মালদার হিন্দি স্কুল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 31, 2019
- 1 min read
Updated: Sep 21, 2020
এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসে পুলিশ। আজ দুপুরে মালদা শহরের হিন্দি স্কুল চত্বরে গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগ, স্কুলের দুই শিক্ষক এক ছাত্রীর শ্লীলতাহানি করে। সেই খবর ছড়িতে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। অভিভাবকদের কাছে খবর পৌঁছতেই ছুটে আসেন তাঁরা। অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে এসে পৌঁছয় মালদা থানার পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ এসে অভিযুক্ত শিক্ষকদের উদ্ধার করে ঘর বন্দী করে রাখে। এরপরই বিদ্যালয়ের বাইরে জোরালো বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
Comments