top of page

ছেলের নামে টোটো কেনায় বাড়িতে অশান্তি

মানসিক ভারসাম্যহীন বাবার হাঁসুয়ার কোপে আঙুল কাটল ছেলের৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাল্লিটোলা এলাকায়৷ আক্রান্ত ছেলে বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন৷



আক্রান্ত ছেলের নাম অপু মণ্ডল (১৮)। মা চঞ্চলাদেবী দলের কাজ করেন৷ একমাত্র ছেলেকে আর্থিক উপার্জনের ব্যবস্থা করে দিতে লোন নিয়ে গতকাল একটি টোটো কিনেছেন তিনি৷ স্বামীর নামের বদলে ছেলের নামে সেই টোটো কেনায় চঞ্চলাদেবীর সঙ্গে বচসা হয় সুদনবাবুর৷ সন্ধ্যায় সেই টোটো নিয়ে পুজো দিতে যাচ্ছিলেন চঞ্চলাদেবী ও তাঁর ছেলে৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় সুদনবাবু হাঁসুয়া নিয়ে ছেলেকে আক্রমণ করেন৷ হাঁসুয়ার কোপ থেকে বাঁচতে গিয়ে বাম হাতের একটি আঙুল কেটে যায় অপুর৷ বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন সে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page