তড়িদাহত হয়ে মৃত্যু নাবালকের
- আমাদের মালদা ডিজিট্যাল

- Jun 17, 2020
- 1 min read
Updated: Aug 10, 2020
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দশ বছরের এক বালকের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ১৭ নম্বর ওয়ার্ডের বাচ্চা কলোনি এলাকায়। মৃত বালকের নাম শুভ সাহা (১০)।
গতকাল শুভ তার মামার বাড়িতে ছিল। এদিন বৃষ্টির মধ্যে ওই বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। সেই সময় ইলেকট্রিকের একটি তার লোহার গেটে জড়িয়ে পড়ে। অসাবধানতায় সেই লোহার গেট দিয়ে ঢুকতেই বিদ্যুৎপিষ্ট হয় শুভ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[ আরও খবরঃ করোনার গ্রাসে ইংরেজবাজার, সংস্পর্শ ভয়... ]
মৃতের বাবা জয়দেব সাহা জানান, কীভাবে এত বড়ো ঘটনা ঘটে গেল কিছু বুঝতে পারছি না। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।














Comments