top of page

করোনার গ্রাসে ইংরেজবাজার, সংস্পর্শ ভয়...

করোনায় আতঙ্কে আতঙ্কিত মালদা শহরবাসী। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাতজনের মধ্যে ছয়জন মালদা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আক্রান্তদের জেলার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত চারদিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। এর মধ্যে গত রবিবার গাজোলে একই কোয়রান্টিনে আক্রান্ত হয়েছিলেন ২৯ জন। গোষ্ঠী সংক্রমণের বিষয়টি স্বাস্থ্য দফতর মানতে না চাইলেও তা পরিষ্কার। তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় কারো মৃত্যু হয়নি।


Coronavirus outbreak in English bazar
শহরে সংক্রমণ! করোনা আতঙ্কে শহরবাসী। ছবিঃ কৃতাঙ্ক

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ছয়জনই মালদা শহরের বাসিন্দা৷ একজন নরহাট্টা গ্রামপঞ্চায়েতের বুধিয়া গ্রামের বাসিন্দা। শহরের ছয় আক্রান্ত গ্রিনপার্ক, কৃষ্ণকালীতলা, কৃষ্ণপল্লি, উত্তর বালুচর ও রেলওয়ে ব্যারাক কলোনি এলাকার বাসিন্দা৷ বাকি একজনের খোঁজ পাওয়া যায়নি৷ ওই ব্যক্তি লালারস সংগ্রহের সময় নিজের যে ঠিকানা ও ফোন নম্বর দিয়েছিল, তা ভুয়ো বলে অনুমান করছে স্বাস্থ্য দফতর৷


ব্যারাক কলোনির আক্রান্ত যে এলাকায় ঘুরে বেড়িয়েছেন তা মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারিও৷ তিনি বলেন, ব্যারাক কলোনির ওই সংক্রামিত যুবক সম্প্রতি অরুণাচল প্রদেশ থেকে এসেছে৷ বাড়িতে থাকাকালীন সে এলাকায় ঘুরে বেড়িয়েছে৷ অনেকেই তার সংস্পর্শে এসেছে। জ্বর হওয়ায় সে হাসপাতালে গেলে তার লালারস সংগ্রহ করা হয়৷ গতকাল রাতে তার লালায় করোনা সংক্রমণ ধরা পড়ে৷


Komentarze


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page