রাস্তা মেরামত করে মানবিকতার পরিচয় পুলিশের
ফের মানবিকতার পরিচয় দিল মালদা জেলা পুলিশ। খারাপ রাজ্য সড়ক মেরামতি করে গাড়ি চলাচলের উপযুক্ত করল মিলকি ফাঁড়ির পুলিশ।
উল্লেখ্য, মালদা-মানিকচক রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশায় রয়েছে। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে এবং কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে বর্তমানে এই রাজ্য সড়ক ছোটো-বড়ো গর্তে পরিণত হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা। পাশাপাশি রাস্তায় গর্ত থাকায় ও বৃষ্টিতে জল জমে থাকায় সমস্ত যানবাহন চলাচলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে এগিয়ে আসল মিলকি ফাঁড়ির পুলিশ। ওসি মণিরুল ইসলামের নেতৃত্বে সোমবার সকাল থেকে রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় গর্তগুলো ইট দিয়ে ভরে দিয়ে চলাচলে উপযুক্ত করে পুলিশকর্মীরা।
[ আরও খবরঃ স্ত্রীকে খুন, চিরকুটে ঠিকানা লিখে পলাতক অভিযুক্তরা ]
এলাকাবাসীর দাবি, মিলকি ফাঁড়ির পুলিশ বরাবর মানুষের সেবায় বিভিন্নভাবে এগিয়ে এসেছে। এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হত। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের সুবিধে হবে। পুলিশকর্মীদের এই কাজে এলাকাবাসী খুশি।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Commentaires