স্ত্রীকে খুন, চিরকুটে ঠিকানা লিখে পলাতক অভিযুক্তরা
মারধর করে মুখে বিষ ঢেলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির তিন সদস্যদের বিরুদ্ধে৷ শুধু তাই নয়, স্ত্রীর মৃতদেহের পাশে একটি চিরকুটে তার বাবার বাড়ির ফোন নম্বর লিখে স্থানীয় হাসপাতালের বাইরে ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির সদস্যরা৷ গতকাল রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগরে৷
এই ঘটনায় আজ মৃত বধূর দাদা জামাই, তার দাদা ও মায়ের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক৷ এখনও পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি৷
মৃত গৃহবধূর নাম ইয়াসমিন বিবি (৩০)৷ স্থানীয় মালেক মোড় এলাকার বাসিন্দা ইয়াসমিনের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় চিনাবাজারের বাসিন্দা, পেশায় শ্রমিক ফেব্রুয়ারি শেখের৷ তার প্রতিদিন মদ্যপানের নেশা৷ বিয়ের কিছুদিন পর থেকেই এনিয়ে স্ত্রীর সঙ্গে তার বিবাদ শুরু হয়৷ কিন্তু তিন সন্তান হওয়ার পরেও স্বামীর মদের নেশায় পারিবারিক সমস্যায় পড়েছিলেন ইয়াসমিন৷ মদ্যপান করে বাড়ি ফিরে তাঁকে মারধর করত ফেব্রুয়ারি৷ গত ১৭ তারিখ থেকে এই ঝামেলা চরম আকার নেয়৷ অবশেষে গতকাল রাতে ফেব্রুয়ারি, তার দাদা রাকেশ শেখ ও মা জ্যোৎস্না বেওয়া, ইয়াসমিনকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ৷ ইয়াসমিনকে খুন করার পর তারা বেদরাবাদ হাসপাতালের সামনে মৃতদেহ ফেলে পালিয়ে যায়৷ মৃতদেহের পাশে থাকা একটি চিরকুটে ইয়াসমিনের আব্বার বাড়ির ফোন নম্বর লেখা ছিল৷ হাসপাতাল কর্তৃপক্ষই ফোন করে গোটা ঘটনা ইয়াসমিনের আব্বার বাড়িতে জানায়৷ আজ এই ঘটনায় ইয়াসমিনের দাদা সাকিব শেখ বৈষ্ণবনগর থানায় ফেব্রুয়ারি, তার দাদা ও মায়ের বিরুদ্ধে বোনকে খুনের অভিযোগ দায়ের করেছেন৷
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ তবে অভিযুক্তরা সবাই পলাতক৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে৷ তার রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments