top of page

করোনা ওয়ার্ড মালদা মেডিকেলে, পরিদর্শনে জেলাশাসক

করোনা ভাইরাস নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে নড়েচড়ে বসল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ৷ এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত সন্দেহজনকদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আটটি বেড৷ তৈরি রাখা হয়েছে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র এবং ওষুধও৷


আজ সেই ওয়ার্ডের ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক রাজর্ষি মিত্র৷ সঙ্গে ছিলেন মেডিকেল কলেজের উচ্চপদস্থ কর্তারাও৷ যদিও এই ভাইরাস নিয়ে এখনই তেমন আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলছেন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ৷


Isolation Ward

অমিত দাঁ, মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার


“আতঙ্কিত হবেন না। গুজব ছড়াবেন না। শুধুমাত্র সর্দি-জ্বর হলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাববেন না। অনেকদিন ধরে সর্দি-কাশি-জ্বর না সারলেও চিন্তিত হবেন না। ডাক্তারের পরামর্শমত ওষুধ নেবেন। চিকেন খাওয়া বন্ধ করার কোনও প্রয়োজন নেই”


আজ মালদা মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ বলেন, সম্প্রতি বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে দু’জনকে ভরতি করা হয়েছে৷ তারা বিদেশ থেকে এসেছে৷ যে দেশ থেকে তারা এখানে এসেছে, সেই দেশগুলিতে করোনার প্রাদুর্ভাব ঘটেছে৷ পরিস্থিতি বিবেচনা করে আমরা এই হাসপাতালে আটটি বেড তৈরি করে রেখেছি৷ আইসোলেশন ওয়ার্ডে সেই বেডগুলি করা হয়েছে৷ তার সঙ্গে আমরা করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র ও ওষুধ তৈরি রেখেছি৷ তবে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ ওই ভাইরাসের উপসর্গ সর্দি-কাশির মতো হলেও আমাদের দেখতে হবে, গত ১৪ দিনে ওই রোগী করোনা প্রাদুর্ভাব হওয়া কোনও দেশ থেকে এসেছে কিনা অথবা তেমন কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে কিনা৷ এই মুহূর্তে মালদায় করোনা আক্রান্ত কোনও রোগী নেই৷ আমাদের আশা, গরম পড়লে এই ভাইরাসের প্রকোপ থাকবে না৷ তবুও আমরা এই রোগের বিষয়ে হাসপাতালে সমস্ত ব্যবস্থা করেছি৷


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page