বাগানে পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে খুন আম ব্যবসায়ী
রাতের অন্ধকারে গুলি করে আম ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল মোথাবাড়িতে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের রামনাথপুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
মৃত ব্যবসায়ীর নাম আনোয়ার শেখ (৪৮)। বাড়ি মোথাবাড়ি থানার রামনাথপুর এলাকায়। জানা গেছে, মৃত ব্যবসায়ীর বাগানে কয়েকদিন ধরে আম চুরি হচ্ছিল। গতকাল রাতে সে তার আমবাগানে পাহারা দিচ্ছিল। মাঝরাতে যখন তিনি বাড়ি ফিরছিল সেই সময় দুষ্কৃতীরা তাঁর পথ আটকায় এবং তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। আনোয়ার শেখের পরিবারের সদস্য শফিকুল শেখ দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাঁকে হাঁসুয়ার পিছনদিক দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করে। দু’জনেই মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ মৃতদেহটিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments