top of page

চকলেটের লোভ দেখিয়ে যৌন নির্যাতনে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ

২ নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে দোষীর ২০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব সাহা।


ঘটনাটি ইংরেজবাজারের মালদা শহরের। ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৩ মে। সেই সন্ধেয় এক বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এক নাবালিকার মা ইংরেজবাজার থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাসিরুদ্দিন সবজিকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আইনজীবী সার্থক দাস জানান, চকলেটের লোভ দেখিয়ে দুই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় ২০২১ সালের ৩ মে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা অভিযুক্ত মাসিরুদ্দিন সবজিকে দোষী সাব্যস্ত করেছেন। দোষীর ২০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর‌ও ২ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি দুই নাবালিকাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page