করোনায় আক্রান্ত বৃদ্ধা মাকে বাড়িতে ফেলে পালাল ছেলে!
top of page

করোনায় আক্রান্ত বৃদ্ধা মাকে বাড়িতে ফেলে পালাল ছেলে!

করোনায় সংক্রমিত হওয়ায় বৃদ্ধাকে মাকে বাড়িতে ফেলে পালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। এমনকি পরে স্বাস্থ্য দফতর থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও গাড়িতে তোলার জন্য এগিয়ে আসেনি প্রতিবেশীরাও। ঘটনাটি ঘটেছে মানিকচকের কামালপুর গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার করোনার পরীক্ষা করান ওই বৃদ্ধা। অভিযোগ, তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ জানতে পেরেই বৃদ্ধ বাবা-মাকে বাড়ি ছেড়ে চলে যায় ছেলে সহ পরিবারের অন্যান্যরা। প্রতিবেশীরাও তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। গতকালে শারীরিক অবস্থার অবনতি হয় ওই বৃদ্ধার। বিষয়টি জানতে পেরে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করার জন্য আজ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এলাকায় অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু ওই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে তোলার জন্যও এগিয়ে আসেনি স্থানীয়রা। শেষপর্যন্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। বর্তমানে তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে।



করোনা সংক্রমিতরা কেউ অচ্ছুৎ নয় তা বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। একাধিকবার করোনা সংক্রমিতদের পাশে থাকার অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য দফতর থেকে। এরপরেও এমন ঘটনা অমানবিক।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page