তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত দশ, শহরে খোলা শপিংমল
top of page

তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত দশ, শহরে খোলা শপিংমল

দিনের পর দিন বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ বেঁধে দেওয়া হয়েছে বাজার-হাটের সময়সীমা৷ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শপিংমল৷ কিন্তু সরকারি নির্দেশকে অমান্য করেই খোলা রাখা হচ্ছে শপিংমল৷ সময় অতিক্রান্ত হওয়ার পরেও বসছে বাজার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে বাজার তুলতে রাস্তায় নামল পুলিশ৷


Malda Ten died of corona in three days
শহরে আজ বেশ কয়েকটি শপিংমল খোলার থাকতেও দেখা যায়

মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, আজ পর্যন্ত মালদা মেডিকেলের কোভিড ইউনিটে ১৩৩ জন সংক্রমিত ভরতি রয়েছেন৷ তার মধ্যে ৭৪ জনের পরিস্থিতি উদ্বেগজনক৷ গত তিনদিনে মালদা মেডিকেলে ১০ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৮৮৪টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৪৩৪টি নমুনায় করোনার হদিশ মিলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ অথচ সেই সমস্ত নির্দেশিকাকে উপেক্ষা করেই চলছে বাজার-হাট-শপিংমল৷



আজ সকাল ১০টার পর পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় সবজি, মাছ-মাংসের বাজারের সঙ্গে খোলা থাকা দোকানগুলিতে অভিযান চালায় পুলিশ৷ বাজার ও দোকান বন্ধ রাখার জন্য মাইকে বার্তা দেন আইসি৷ পাশাপাশি পথচলতি মানুষজনকে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন পুলিশকর্মীরা৷ অন্যদিকে, মালদা শহরে আজ বেশ কয়েকটি শপিংমল খোলার থাকতেও দেখা যায়৷ সংবাদমাধ্যমকে দেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় শপিংমল৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page