Search
বিদ্যুৎ চুরির প্রতিবাদ করার মারধর ইংরেজবাজারে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 18, 2020
- 1 min read
বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠল মালদায়। আক্রান্ত যুবক আজ সমস্ত ঘটনায় জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের কুলিপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আক্রান্ত যুবকের নাম মিঠুন সাহানি (২৯)। বাড়ি মালদা শহরের কুলিপাড়া এলাকাতেই। আক্রান্ত যুবকের অভিযোগ, প্রতিবেশী কয়েকজন যুবক বিদ্যুৎ চুরি করছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিল সে। প্রতিবাদ করায় প্রতিবেশী বিশাল মণ্ডল, সুরোজ মণ্ডল এবং ভরত মণ্ডল লোহার রড দিয়ে তাকে মারধর করে। সমস্ত ঘটনা জানিয়ে সে ইংরেজবাজার থানায় এই তিনজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
[ আরও খবরঃ পুজোর ‘নিউ নর্মালে’ পাট চুকেছে চাঁদার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios