মিথ্যে মামলায় ফাঁসানোয় অনশনে মালখান, দাবি পরিবারের
মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগে অনশন শুরু করেছেন পুলিশি হেপাজতে থাকা কেএলও সেকেন্ড ইন কমান্ড মালখান সিং। শুক্রবার মালদা জেলা আদালতে যাওয়ার আগে এমনই কথা জানালেন তিনি। একই দাবি করেছেন তাঁর ভাইও।
জানা গিয়েছে, মালখান সিংয়ের বাড়ি বামনগোলা থানার কাংসা এলাকায়। সম্প্রতি, পাকুয়াহাটের জৈতান গ্রামে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। যদিও মালখানের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এর আগে জেলা আদালতে তাঁকে পেশ করার সময় তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে বড়ো কিছু ঘটতে চলেছে। তিনি রাজ্যভাগের পক্ষে রয়েছেন।
মালখান সিংহের ভাই যাদব মণ্ডল জানান,
তাঁর ভাইয়ের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তাঁর ভাইকে। এর প্রতিবাদে তাঁর ভাই অনশন শুরু করেছেন। ডাক্তার ভাইকে স্যালাইন দিয়েছিল। গতকাল পুলিশের আধিকারিকরাও থানায় দাদার সঙ্গে দেখা করতে গিয়েছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments