top of page

এসএসসি’র বিরুদ্ধে হাইকোর্টে মালদার যুবক

স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থী। মালদা শহরের গঙ্গাবাগের বাসিন্দা অঙ্কন দত্তের অভিযোগ, ২০১০ সালে এসএসসির ক্লার্ক নিয়োগের পরীক্ষায় ওবিসি বি-কোটায় ফর্ম ফিলাপ করেন তিনি। প্রিলিমিনারি ও ২০১১ সালে ফাইনাল পরীক্ষাও দেন। পরীক্ষার ফল কি হল তা এসএসসি কমিশন এখনও তাঁদের জানায়নি। বাধ্য হয়ে তাঁরা আরটিআইও করেন। আরটিআই-এর জবাবে এসএসসি জানান, ওবিসি পদে কোনো ভ্যাকান্সি নেই। যদি কোনো ভ্যাকান্সি না থাকে তবে ওবিসি পদে কেন ফর্ম ফিলাপ করার সুযোগ দেওয়া হল? কেন দুটি পরীক্ষার সুযোগ দেওয়া হল? বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।


বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, এই চাকরিটিও মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই কারণেই রাতারাতি জানিয়ে দেওয়া হয়েছে ওবিসি পদে কোনো ভ্যাকান্সি নেই। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, টেকনিক্যাল কারণে হয়তো কোনো ভুল হয়েছে। নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page