কোটায় আটক ২৬৮ জন পড়ুয়া ফিরল মালদায়
লকডাউনে রাজস্থানে কোটায় আটকে পড়া রাজ্যের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে ঘরে ফেরার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনা হয়। শনিবার মালদার গৌড়কন্যা বাস টার্মিনাসে এসে পৌঁছয় ৯টি বাস। বাসে ফিরে আসা ছাত্রছাত্রী ও অভিভাবকদের করোনা পরীক্ষা করে হোম কোয়রান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।
মালদা বাস টার্মিনাসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রাজস্থানের কোটা থেকে আসা ছাত্রছাত্রী ও অভিভাবকদের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। বাস টার্মিনাসের পরীক্ষাকেন্দ্রে প্রশাসনিক আধিকারিক ছাড়াও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরীক্ষা শেষে অভিভাবক ও ছাত্রছাত্রীরা বাড়ি ফিরে যায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, শনিবার ২৬৮ জন ছাত্রছাত্রী ও অভিভাবকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।
[ আগের খবরঃ রেড জোন! তীব্র আতঙ্কে জেলাবাসী ]
২ বছর পর বাড়ি ফেরা এক পড়ুয়া জানান, লকডাউনে তাঁরা নানা সমস্যায় পড়েছিলেন। বাধ্য হয়ে বাড়ি ফেরানোর জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। তাঁদের আবেদনে সাড়া দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তাঁরা। দু’বছর পর বাড়ি ফিরতে পেরে যথেষ্ট আনন্দিত তাঁরা।
টপিকঃ #Lockdown
Kommentare