অকারণ ঘোরাঘুরি আটকাতে বাজারে ড্রোন, ছেঁড়া হল ইমারজেন্সি স্টিকার
করোনাভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশিকা দেওয়া হচ্ছে বারবার৷ তবু যেন ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে মালদার আমজনতার৷
অকারণে জমায়েত এড়াতে এবার মালদার বিভিন্ন বাজারগুলিতে ড্রোন দিয়ে নজরদারি শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ৷ অন্যদিকে রাস্তায় ইমারজেন্সি স্টিকার লাগিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছিল একাধিকজনকে। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দেখা গেল আজ।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের সময়সীমা মে মাসের তিন তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে৷ স্কুল-কলেজ ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার৷ সাধারণ মানুষের খাদ্যসামগ্রী অভাব মেটাতে বাজার করা সহ ওষুধ সংগ্রহের জন্য ছাড় দেওয়া হয়েছে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে চলছে আড্ডা৷ সেই আড্ডা বন্ধ করতে আজ থেকে ড্রোন দিয়ে নজরদারি শুরু করল ইংরেজবাজার থানার পুলিশ৷ আজ সকালে মালদা শহরের রথবাড়ি বাজার সহ অন্যান্য বাজারগুলিতে ইংরেজবাজার থানার পুলিশ ড্রোন দিয়ে নজরদারি চালায়৷ অকারণে ভিড় করায় আটক করা হয় কয়েকজনকে৷ তবে পরে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর৷
[ আগের খবরঃ মদের খোঁজে স্বামী, ঘরেই উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ ]
শহরের প্রধান রাস্তায় গত কয়েকদিন ধরেই ভিড় হচ্ছিল বাইক আরোহীদের। মোটরসাইকেল বা স্কুটিতে ইমারজেন্সি স্টিকার লাগিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছিল একাধিকজনকে। সেইসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল আজ জেলা পুলিশ। আজ সকালে ধরপাকড় চলে সেইসব বাইক আরোহীদের। স্টিকার ছিঁড়ে আটক করা হয় বাইকগুলি।
Comments