top of page

জাতীয় সড়কে বেআইনি পার্কিং রুখতে পুলিশের টহলদারি

জাতীয় সড়কে বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিল মালদা জেলা ট্রাফিক পুলিশ। আজ দুপুরে জাতীয় সড়কের উপর বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিকে জ্যামার দিয়ে আটক করা হয়।




ট্রাফিক ওসি বিপুল পাল বলেন, জাতীয় সড়কে বেআইনি পার্কিং একদম বরদাস্ত করা হবে না। আজ রথবাড়ি থেকে সুকান্ত মোড় আমাদের অভিযান চলে। বেশ কিছু গাড়িকে আটক করা হয়েছে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, চারচাকা বা বড়ো গাড়ি জাতীয় সড়কের উপরে পার্কিং করে মানুষজন অফিস, আদালত, বাজার চলে যাচ্ছে। গাড়ির মালিক বা ড্রাইভার ছাড়াই দীর্ঘ সময় ধরে এই গাড়িগুলি রাস্তাতেই দাঁড়িয়ে থাকছে। বেআইনি পার্কিং রুখতে নিয়মিত পুলিশের এই অভিযান চলবে। প্রয়োজনে গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page