করোনা মোকাবিলায় ১০ লক্ষ ৬১ হাজার আর্থিক অনুদান পুলিশের
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মালদা জেলা পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকার আর্থিক অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়। জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন পুলিশসুপার অলোক রাজোরিয়া।
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। এবার রাজ্য সরকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল জেলা পুলিশ প্রশাসনও। জেলাপুলিশের সমস্ত স্তরের কর্মী, অফিসারেরা নিজেদের সাধ্যমতো আর্থিক অনুদান তুলে দিয়েছেন। জেলাপুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র।
[ আগের খবরঃ সব পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ হরিশ্চন্দ্রপুরে ]
পুলিশসুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ ৬১ হাজার ৪০০ টাকা আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে আরও সাহায্য করা হবে।
Comments