সব পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ হরিশ্চন্দ্রপুরে
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কোয়রান্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের করোনা পরীক্ষা শুরু হল বুধবার। আজ হরিশ্চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ন আইটিআই কলেজের কোয়রান্টিন সেন্টার থাকা পরিযায়ী শ্রমিকদের লালারস সংগ্রহ করা হয়।
[ আগের খবরঃ মালদায় দ্বিতীয় কোভিড আক্রান্তের খোঁজ, পাঠানো হল শিলিগুড়ি ]
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমলকৃষ্ণ মণ্ডল জানান, আইটিআই কলেজে থাকা সমস্ত পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলি পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শীঘ্রই ব্লকের অন্যান্য কোয়রান্টিন সেন্টারগুলি থেকেও পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে।
মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন
Tags:
387 views