top of page

এক কিলো ব্রাউন শুগার বাজেয়াপ্ত, বাজার মূল্য ১০ লক্ষ টাকা

১০ লক্ষ টাকার ব্রাউন শুগার সহ পাঁচ কারবারিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।


মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল শিমুলঢাব এলাকায় হানা দেয় পুলিশ। নির্দিষ্ট নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় এক কিলো ব্রাউন শুগার৷ উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা৷ গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ পাঁচজনকে। ধৃতদের নাম অভিরাম মণ্ডল, বিশ্বজিৎ ঘোষ, ধনঞ্জয় হালদার, আজহার আলি এবং সোনারাম মাহাতো৷ অভিরাম কালিয়াচকের বাসিন্দা। বিশ্বজিৎ ও ধনঞ্জয়ের বাড়ি ইংরেজবাজারে। আজহার ও সোনারাম দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।


Malda police arrested 5 traders with brown sugar worth 10 lakh
শিলিগুড়ি থেকে আসা একটি গাড়ি থেকে এক কিলো ব্রাউন শুগার বাজেয়াপ্ত করা হয়েছে

পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি থেকে আসা একটি গাড়ি থেকে এক কিলো ব্রাউন শুগার বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page