top of page

ফের আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার, গ্রেফতার তিন

ফের আগ্নেয়াস্ত্র ও জালনোট উদ্ধার মালদায়। দুটি ঘটনায় ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে পুলিশের একটি দল কালিয়াচক ২ গ্রামপঞ্চায়েতের বালিয়াডাঙা মোড়ে হানা দেয়। ওই এলাকা থেকে এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত যুবকের নাম আসরাউল শেখ (২৬)। বাড়ি বালিয়াডাঙার বিশটোলায়।


অন্যদিকে, গোলাবগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল মোজমপুরের ফুটবল ময়দানে দুই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার করে ৪৮ হাজার টাকার জালনোট। উদ্ধার হয় ৯৬টি ৫০০ টাকার জালনোট। গ্রেফতার করা হয় মান্তু মিঞা (৪২) ও ফজুল ইসলামকে (৩৮)। ধৃতরা কালিয়াচকের শ্মশানি এলাকার বাসিন্দা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page