top of page

মনোনয়ন দিতে এসে ফিরতে হল সাবিত্রীকে

মনোনয়ন জমা না দিয়েই জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বাড়ি ফিরে গেলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। নমিনেশনের কিছু কাগজ সময় মতো না আসায় মনোনয়ন জমা দেওয়া হয়নি বলে দাবি সাবিত্রীদেবীর।


প্রথমদিনেই মনোনয়ন জমা দিতে আসেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র। মনোনয়ন জমা দেওয়ার আগে দীর্ঘক্ষণ বাড়িতে ও মন্দিরে পুজো দেন সাবিত্রীদেবী। দুপুরে জেলা প্রশাসনিকভবনে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর। সাবিত্রী মিত্রের সমর্থনে এক মিছিল শহরের আইটিআই মোড় থেকে প্রশাসনিক ভবনের খানিকটা দূরে জমায়েত করে। সাবিত্রী মিত্র দলের কয়েকজনকে নিয়ে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন। জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ নিজের গাড়িতে অপেক্ষা করে দুপুর তিনটে নাগাদ জেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যান তিনি। প্রশাসনিক ভবনের সামনে থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি জানান, তাঁর কিছু নথি এখনও আসেনি। তাই তিনি মনোনয়ন জমা দিতে পারেননি। নাড়ি-নক্ষত্র তিনি বিশ্বাস করছেন না৷ মানুষের উপরেই তাঁর বিশ্বাস রয়েছে৷ আগামী ৫ তারিখ তিনি নিজের মনোনয়ন জমা দেবেন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Hozzászólások


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page