top of page

হেপাটাইটিস নির্মূল করতে শনাক্তকরণে লক্ষ্য

বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মেডিকেল কলেজের সভাগৃহে হেপাটাইটিস সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা।


হেপাটাইটিস নির্মূল করতে গণহারে পরীক্ষা চালাবে মালদহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের এমএসভিপি পূরঞ্জয় সাহা, মেডিসিন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পিকে মণ্ডল মাইতি, শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সুষমা সাহু সহ অন্যান্য চিকিৎসকেরা।


এমএসভিপি পূরঞ্জয় সাহা জানান, আজ হেপাটাইটিস সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এখানে অংশগ্রহণ করেন।সারা বিশ্বে ভাইরাল হেপাটাইটিস একটি মারাত্মক ব্যাধি। তবে হেপাটাইটিস বি ভাইরাসের কার্যকর টিকা রয়েছে। সাধারণত রক্তের মাধ্যমে হেপাটাইটিস বি ও সি ভাইরাস ছড়ায়। যেকোনো বয়সের মানুষই এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page