ফের জলে ডুবল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ক্ষোভ
top of page

ফের জলে ডুবল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ক্ষোভ

ঘণ্টা তিনেকের বৃষ্টিতে ফের জলে ভাসল মালদা মেডিকেল কলেজ। শুধু মেডিকেল কলেজ নয় জলে ডুবেছে শহরের বেশ কিছু এলাকা।


আজ দুপুর থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ঘণ্টা তিনেক ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ চত্বর। জল ঢুকে পড়ে মেডিকেলে একাধিক ওয়ার্ডে। মেল মেডিকেল ওয়ার্ড, বারান্দা, করিডর সহ মেডিকেলের বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে আসেন মেডিকেল সুপার ও সহকারী অধ্যক্ষ পূরঞ্জয় সাহা। তিনি জানান, দুপুরের ভারি বৃষ্টিতে হাসপাতাল ভবনের নীচের তলায় জল ঢুকে গিয়েছিল। তবে জল দ্রুত নেমে যাচ্ছে। আরও দ্রুততার সঙ্গে জল যাতে নেমে যায়, তার জন্য চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল ভবনে জল ঢুকে পড়ার জন্য চিকিৎসা পরিসেবায় কোনও ব্যাঘাত ঘটেনি।



এক রোগীর আত্মীয় জানান, ঘণ্টাখানেকের বৃষ্টিতেই হাসপাতালের ভিতরে ও বাইরে জল জমে গিয়েছে। জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। বারবার বর্ষাকালে মেডিকেল কলেজের একই ছবি দেখা যায়। কেন প্রশাসন থেকে স্থায়ী কোনও সুরাহা করা হচ্ছে না তা বুঝে উঠতে পারছি না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page