ফের শিশু চুরি মালদা মেডিকেল কলেজে
ফের শিশু চুরির ঘটনায় উত্তাল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ৷ যদিও পরিবারের লোকদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পোলিও খাওয়ানোর নাম করে এক মহিলা সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ
জানা গেছে, সীমা দাস (১৯) নামে এক গর্ভবতী মালদা মেডিকেল কলেজে ভর্তি হন৷ তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন৷ গতকাল সকাল ১১টা নাগাদ সীমাদেবীকে মালদা মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ দেওয়া হয়৷ তিনি হাসপাতাল থেকে বেরোনোর আগেই পোলিও খাওয়ানোর নাম করে এক মহিলা ওই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ৷ আধঘণ্টা পেরিয়ে গেলেও নিজের সন্তানকে না পেয়ে চেঁচামেচি শুরু করে দেন সীমাদেবী৷ খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত মহিলাকে শনাক্ত করেছে। ওই মহিলার খোঁজে তল্লাশি চলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা গত কয়েকদিন ধরে সীমাদেবীর সঙ্গে হাসপাতালে ছিল৷ সীমাদেবীর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা তৈরি করে ওই মহিলা৷ গতকাল দুপুরে অন্য একজনের ডিসচার্জ সার্টিফিকেট হাতিয়ে নেয় সে৷ এরপরে সীমাদেবীর পুত্র সন্তানকে পোলিও খাওয়ানোর নাম করে সে হাসপাতাল থেকে বেরিয়ে যায়৷
Comments