Search
এনআরএস কাণ্ড: প্রতিবাদে আজও ডাক্তাররা, মেডিকেল কলেজে আউটডোর বন্ধ মালদায়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 12, 2019
- 1 min read
Updated: Oct 20, 2020
এনআরএস-এ জুনিয়র ডাক্তারকে মারধরের ঘটনার প্রতিবাদে আজও মালদা মেডিকেল কলেজের অচলাবস্থা অব্যাহত। আউটডোর বন্ধ করে প্রতিবাদ জানাল মালদা মেডিকেল কলেজের ডাক্তাররা। এদিন সকাল থেকেই রোগীরা চিকিৎসা করাতে এসে ঘুরে যান। রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে আউটডোর বন্ধ থাকলেও জরুরি পরিসেবা যথারীতি চালু ছিল মালদা মেডিকেল কলেজে।
এক রোগীর আত্মীয় জানান, কর্মবিরতির জেরে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। সকালে আউটডোরে ডাক্তার দেখাতে এসে জানতে পারেন, ডাক্তারদের কর্মবিরতির জেরে আউটডোর বন্ধ। স্বাভাবিকভাবেই হয়রানি হতে হচ্ছে তাঁদের। এদিকে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে যাতে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে, তার জন্য মালদা মেডিকেল কলেজে মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশবাহিনী।
Comments