Search
দিল্লির হ্যান্ডলুম হাটে দেখা মিলবে মালদার আমের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 10, 2022
- 1 min read
আগামী ১৬ জুন থেকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে আম উৎসব। আগামী এক মাস এই আম উৎসব চলবে। সেই আম উৎসবে বিশেষভাবে জায়গা করে নিচ্ছে মালদার বিখ্যাত হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ সহ আরও বেশ কিছু প্রজাতির আম। আম ছাড়াও মালদা থেকে বিভিন্ন প্রকারের আমের আচার, আমসত্ত্ব পাড়ি দিচ্ছে ভারতের রাজধানীতে।
মালদা জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গেছে, এই বছর দিল্লি আম উৎসবে প্রথম পর্যায়ে ২৫ মেট্রিক টন আম পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে আম উৎসব। মালদা থেকে বেশ কিছু প্রজাতির আম সেখানে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
[ আরও খবরঃ প্রশাসনিক কর্তা হওয়া লক্ষ্য মালদার দুই কৃতির ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments