মালদায় করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়াল
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডী টপকাল। গত ২৭ এপ্রিল মালদায় প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর হদিশ মেলে। এরপর ৮৯ দিন পর মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০১৭। সাথে সুস্থ হয়েছেন ১৫৮৮ এবং মৃত্যু নয়জনের। অন্যদিকে দেশে আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
প্রথম সংক্রমণের ৭৫ দিন পর জুলাই মাসের ১১ তারিখ জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার হয়। এরপর মাত্র দু’সপ্তাহে মোট সংক্রমিত দুই হাজার ছাড়িয়ে গেল। সংক্রমণের এই বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের আধিকারিক থেকে চিকিৎসকদের। স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজের পরীক্ষাগারে ৬৭ জনের রিপোর্ট ‘পজিটিভ’ মিলেছে। এরমধ্যে মালদা জেলায় ৩৪ জন আক্রান্তের খোঁজ মিলেছে। সাথে দক্ষিণ দিনাজপুরের ৩৩ জন সংক্রমিত। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর, আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মী, বিএসএফ কর্মী ও পুলিশ কর্মীরাও রয়েছেন৷ রাজ্য সরকারের গতকালের বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন জেলায় মোট ১৫৮৮ জন, মৃত নয়জন।
[ আরও খবরঃ লকডাউনে কঠোর নজরদারি চালিয়ে আক্রান্ত হল পুলিশ ]
মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে সোয়াব টেস্টের সংখ্যা ৪৫ হাজার অতিক্রম করেছে। এই পরীক্ষাগারে তিন জেলা মিলিয়ে মোট ৩০২৮টি টেস্টের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। শুক্রবার রাত দশটা পর্যন্ত পাওয়া খবরে জেলার ভাইরোলজি বিভাগে ৪৩৪টি টেস্ট হয়েছে। ২৩৯টি নমুনার কাজ এখনও চলছে। মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষাগারে মালদা জেলার ৩৪০টি লালারসের নমুনা আসে। সাথে দক্ষিণ দিনাজপুর থেকে ২৭১টি নমুনাও জমা হয়।
টপিকঃ #CoronaVirus
Comentarios