স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল শিশু
top of page

স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল শিশু

নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল ছয় বছরের শিশু। তলিয়ে যাওয়া শিশুর দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।


নিখোঁজ শিশুর নাম কৌশিক মণ্ডল। বাড়ি রতুয়ার মহানন্দটোলা গ্রামপঞ্চায়েতের বলরামপুর দিয়ারা গ্রামে। কৌশিক স্থানীয় প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে ঠাকুমার সঙ্গে ফুলহর নদীতে আসে কৌশিক। ঠাকুমার অলক্ষ্যে আরও দুই শিশুর সঙ্গে নদীতে নেমে যায় সে। নদীর জোরালো স্রোতে তিনজনই তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তবে কৌশিকে উদ্ধার করতে পারেনি গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তলিয়ে যাওয়া শিশুর খোঁজ শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।



খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক আব্দুর রহিম বকশি। তিনি জানান, ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসেছেন। নিখোঁজ শিশুর খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত বাচ্চাটির সন্ধান পাওয়া যায়নি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page