বিজেপির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল
বিজেপির মণ্ডল সভাপতিকে গুলি মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷ গুলিবিদ্ধ মণ্ডল সভাপতি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ আক্রান্ত মণ্ডল সভাপতির নাম সাদেক আলি (৩৮)৷
সাদেক আলি মালতিপুর বিধানসভার কুমারগঞ্জ এলাকার ১৮ নম্বর মণ্ডল সভাপতি৷ জানা গিয়েছে, গতকাল রাতে ছোটো গাড়ি করে বাড়ি ফিরছিলেন সাদেক আলি৷ অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে৷ একটি গুলি লাগে সাদেক সাহেবের বাম হাতে৷ তড়িঘড়ি তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়৷ বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷
সাদেক আলি জানান, গতকাল রাতে বাড়ি ফেরার সময় বরাইল গ্রাম সংলগ্ন এলাকায় চারজন তৃণমূল কর্মী হাতে বন্দুক নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে৷ তড়িঘড়ি ওই এলাকা থেকে বেড়ানোর চেষ্টা করলে অসীম, মহব্বত সহ আরও দু’জন গুলি চালাতে শুরু করে৷ একটি গুলি আমার বাম হাতে লাগে৷ রাতেই আমাকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়৷ এরা সকলেই তৃণমূলের কর্মী৷
[ আরও খবরঃ জাতীয় সড়কে বেআইনি পার্কিং রুখতে পুলিশের টহলদারি ]
গুলিবিদ্ধ বিজেপি কর্মীর সঙ্গে মালদা মেডিকেল কলেজে দেখা করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নির্বাচন ঘোষণা হলে রাজ্যে আধা সামরিক বাহিনী আসবে। তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি ওয়ারেন্ট নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধার করবে।
জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি জানান, ওই এলাকায় তৃণমূলের কর্মীদের বিজেপিতে যোগদান করাচ্ছিল সাদেক। সেই কারণেই তৃণমূলের গুণ্ডাবাহিনী এই কাণ্ড ঘটিয়েছে। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, তৃণমূলের এধরণের রাজনীতিতে বিশ্বাস করে না। যে ঘটনা ঘটেছে তা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Комментарии