top of page

শংকরটোলা ঘাটে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, ভোটের আগে উদ্বেগ

বিধানসভা নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। রবিবার রাতে মানিকচক থানার পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের যৌথ অভিযানে মথুরাপুর গ্রামের শংকরটোলা ঘাট থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷


Lots of firearms recovered at Shankartola Ghat

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ফুলহর নদীর ধারে জাল পাতে পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স। আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলা হয় তিন কারবারীকে৷ ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচটি সাত মিলিমিটার পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ঝাঁকসু চৌধুরি, সোনাচাঁদ চৌধুরি ও সৈয়দ সুলতান আহমেদ। ঝাঁকসু ও সোনাচাঁদের বাড়ি রতুয়া থানা এলাকায়৷ সৈয়দ বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানা এলাকায় বাসিন্দা৷ ধৃত তিন দুষ্কৃতীকে আজ মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page